ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মসজিদের জন্য অধিগ্রহন করা জায়গায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন মঈন এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদার, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গনপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৩ শতাংশ জমির উপর এ মডেল মসজিদ কমপ্লেক্স হবে। তিন তলা বিশিষ্ট আধুনিক ভবন ও পুরো জমিতে সীমানা প্রাচীর থাকবে। মসজিদ-কমপ্লেক্স ভবনের প্রথম তলা ১২ হাজার এবং দ্বিতীয় ও তৃতীয় তলা হবে ৭ হাজার ৮শ বর্গফুট। মসজিদে এক সাথে ৪শ মুসল্লী নামাজ আদায় করতে পারবে।
মসজিদ কমপ্লেক্সে নামাজের ব্যবস্থা ছাড়াও থাকবে ইসলামী বই বিক্রয় ও গবেষণা কেন্দ্র, ইমাম ও হজ্ব প্রশিক্ষণ কেন্দ্র, সেমিনার কক্ষ ও মৃত দেহ গোসলের ব্যবস্থা ইত্যাদি। ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য-বর্ধনের ব্যবস্থাও থাকবে। এসব কর্মযজ্ঞে ব্যয় হবে, ১৪ কোটি ৯৫ লক্ষ ৯৬ হাজার টাকা।
উল্লেখ্য যে জেলায় ইতোমধ্যে ৮ টি মডেল মসজিদ উদ্বোধন করা হলেও জায়গা সংক্রান্ত কারণে এতদিন আশুগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ঈমাম মাওলানা ক্বারী মোহাম্মদ বোরহানউদ্দিন ও দোয়া পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান।