ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বেড়েছে লাগেজ পার্টির তৎপরতা। ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে নানা কৌশলে ভারতের তৈরি পোশাক, কসমেটিকসহ বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় এক মিনিট ৯ সেকেন্ড ও এক মিনিট ৩ সেকেন্ডের দুটি ভিডিও ক্লিপ প্রতিদিনের বাংলাদেশের হাতে এসেছে। ওই ভিডিওগুলোতে দেখা যায়, সিএনজি অটোরিকশায় বসা ভারতীয় এক যাত্রী বলেন, কাস্টমসের জুম্মন নামে একজনকে দুই হাজার টাকা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছেন। ট্যাক্স করছে কি না জানতে চাইলে ওই যাত্রী বলেন, দুই হাজার বাংলা টাকা দিয়ে এসেছি, তাই ট্যাক্স করতে হয়নি। ব্যাগে কী আছে বলে জানতে চাইলে তিনি জানান, ২১টি শাড়ি ও একটি ১ লিটার মদের বোতল রয়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, ৪টি ব্যাগেজ নিয়ে সিএনজি অটোরিকশায় বসা ওই যাত্রী বলেন, তিনি কলকাতার বাসিন্দা। যে মালামাল সঙ্গে নিয়ে এসেছেন তার কোনো ট্যাক্স তিনি করেন নাই। কাস্টমসের জুম্মনকে এক হাজার টাকা দিয়ে চলে আসছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিও দুটি গত ১৫ মে দুপুরে আখাউড়া আগরতলা সড়কে ধারণ করা হয়।
প্রতিদিন এমন বহু ভারতীয় যাত্রী বিভিন্ন মালামাল নিয়ে সিপাহি জুম্মন, সিপাহি ইমনকে ম্যানেজ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে।
এ বিষয়ে জানতে সিপাহি ইমনের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে আখাউড়া কাস্টমসের সিপাহি জুম্মনের কাছে জানতে চাইলে তিনি ভিন্ন কথা বলে টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যায়। একপর্যায়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
এ ব্যপারে আখাউড়া স্থল শুল্কস্টেশনে সহকারী কমিশনার (রাজস্ব) মো. ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।