অধ্যায় : ০৫ (সম্পূর্ণ অধ্যায় নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে)
১. জনাব আবরার হাসার বাংলাদেশ ও ফ্রান্স উভয় দেশেই ব্যবসা করেন । বছরের অধিকাংশ সময় তিনি দেশের বাইরে থাকেন । তিনি বিশ্বব্যাপী অনলাইন বাণিজ্য করার উপযুক্ত সফটওয়্যার তৈরি করতে চান । সেজন্য তিনি মাফিন ডাটাসফট একটি সফটওয়্যার প্রস্তুতশারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলেন । চুক্তি অনুযায়ী বিভিন্ন ধাপে সিস্টেম বিশ্লেষণ , সফটওয়্যার উন্নয়ন এবং টেস্টিং ও বাস্তবায়ন ইত্যাদি সকলকাজ সম্পন্ন হবে ।
ক. কীওয়ার্ড কী ?
খ. কীভাবে প্রোগ্রামে কমা দ্বারা একাধিক চলককে পৃথক করা যায় ? ব্যাখ্যা দাও ।
গ. জনাব আবরার হাসানের জন্য কীভাবে প্রোগ্রাম উন্নয়ন করা হবে – ব্যাখ্যা কর ।
ঘ. জনাব আবরার হাসানের নির্দেশনা মোতাবেক সফটওয়্যার প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা উচিত বলে তুমি মনে কর ? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও ।