মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ২০২৩ সালের ১৩ জুলাই। ছবি: রয়টার্স
রোববার (২৮ জানুয়ারি) জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আক্রমণকারীদের জবাবদিহির আওতায় এবং তাদের ওপর প্রতিশোধ নেওয়া আনা হবে।
এ হামলা নিয়ে দেওয়া বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমরা এখনও এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছি। তবু আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ হামলার পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আমরা সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনব।’
গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হয়েছে, কিন্তু মার্কিন সেনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে জর্ডান-সিরিয়া সীমান্তের ওই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের সশস্ত্র গোষ্ঠী।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে এ হামলার দায় স্বীকার ইসলামিক রেজিসট্যান্স।
তথ্য সুত্রঃ দ্যা বিজনেস স্টান্ডার্ড