বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশের যুব সমাজকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনও বিকল্প নাই বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (২৮ জুন)বিকেলে তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও শাহ আলম খান ফুটবল একাদশ কসবা-এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে তিনি এসব কথা বলেন।
জাপান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক এর সভাপতিত্বে আয়োজিত ইক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক শিাক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ব্যারিস্টার সুমনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার জাকির আহাম্মদ।
এসময় হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার জাকির আহাম্মদ এর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
খেলায় কসবা শাহ আলম খান ফুটবল একাদশকে ২-১
গোলে হারিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয় লাভ করেন। খেলা শেষে উপস্থিত অতিথিরা
চ্যাম্পিঢন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।