আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি: গুগল
ক্ষমতাসীন আওয়ামী লীগ নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের (এমপি) মনোনয়ন দেওয়ার সময় পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ হিসেবে দাঁড়ানো নেতাদের বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মনোনয়ন প্রত্যাশীদের তুলনায় মনোনয়ন পেতে পারেন এমন নেতার সংখ্যা অনেক কম। যারা সময়ের পরীক্ষিত বন্ধু তাদের আমরা অগ্রাধিকার দেব।” .
ক্ষমতাসীন দলকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে বলা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আ.লীগ ৩৮ দলীয় নেতা ও ১০ জন স্বতন্ত্র নেতাসহ ৪৭-৪৮ প্রার্থীকে মনোনয়ন দেবে।
সম্প্রতি সমাপ্ত জেএস নির্বাচনের মার্কিন পর্যবেক্ষণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এমনকি তিনি গতকাল [৩০ জানুয়ারি] দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিলেন। .
“যুক্তরাষ্ট্র বলেনি যে নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল, বরং দেশটি আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।”
জানতে চাইলে আ.লীগ নেতা বিএনপির কালো পতাকা মিছিলকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, পুলিশের অনুমতি না নেওয়াও অনিয়ম।
“যেকোনো সময় ফ্রিস্টাইল কর্মসূচি নেওয়ার অনুমতি দেওয়া যাবে না। নির্বাচনে অংশগ্রহণ না করাটা একটা ভুল ছিল। এখন এই কালো পতাকা মিছিল কোথা থেকে আসছে?” তিনি জিজ্ঞাসা.
“তাদের কালো পতাকা ও কালো ব্যাজের প্রতি মানুষের কোনো সমর্থন নেই। আমি তাদের পুলিশের অবাধ্য হওয়ার বড়াই করতে শুনেছি। তাই, আমরা তাদের আর আইনশৃঙ্খলা লঙ্ঘন করতে দেব না।”
কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা ঘটবে না যে তারা রাস্তায় ফ্রিস্টাইল অনুষ্ঠানের সময় চুপচাপ বসে থাকব। ব্রিফিংকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্রঃ দ্যা বিজন্যস স্টান্ডার্ড