বিগত বছরের মতো এবারও এসএসসিতে ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ এ শীর্ষস্থানে রয়েছে।
জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করা
৩২১ জনের মধ্য থেকে ১৮০ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে তাদের পূর্বেকার অবস্থানকে সুনামের সহিত বহাল রেখেছে।
এছাড়া জেলা শহরের দুটি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে
এবছর এসএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছে ২৫ হাজার ২২৯ জন শিক্ষার্থী। তার মধ্য থেকে পাস করেছে ২০ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। জেলার গড় পাসের হার ৮০ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৩০ হাজার ৯০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে পাস করেছে ২৪ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৮১ দশমিক ৪৫। এসএসি,দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলা থেকে ১ হাজার ৯৬১ জিপিএ-৫ পেয়েছে।
এবছর জেলা থেকে মাদরাসার ১ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী এসএসসির দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ১০৩জন শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৪৬জন।
পাশাপাশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৩১২ জন পরীক্ষার্থী এসএসসির ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৩ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০১জন।
বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে,জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে।
এ বছর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২১জন অংশ নিয়ে পাস করে ৩১৯জন পরীক্ষার্থী।তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ। জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাসের হার শতভাগ। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭জন। বিয়াম ল্যাবরেটরি থেকে ৭অংশ পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
উইজডম স্কুল এন্ড কলেজ থেকে ৭২জন অংশ নিয়ে পাস করেছে ৭১জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ।