বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত তথ্য অনুযায়ী, রোববার (২৮ জানুয়ারি) কল মানিতে ৩ হাজার ২৫১ কোটি টাকা ধার নেয় ব্যাংকগুলো। এই চাহিদার ফলে কল মানি বাজারে গড় সুদহার পৌঁছায় ৯.৬০ শতাংশে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর পরে – এক ব্যাংকের অন্য ব্যাংক থেকে এক দিনের জন্য সুদে টাকা ধারের হার – অর্থাৎ গড় কল মানি রেট দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশে। এটি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত তথ্য অনুযায়ী, রোববার (২৮ জানুয়ারি) কল মানিতে ৩ হাজার ২৫১ কোটি টাকা ধার নেয় ব্যাংকগুলো। এই চাহিদার ফলে কল মানি বাজারে গড় সুদহার পৌঁছায় ৯.৬০ শতাংশে। ২০১৩ সালের পর যা সবচেয়ে বেশি। এর আগে, ২০১২ সালে কল মানিতে গড় সুদহার ১২.৮২ শতাংশ হয়েছিল।
কল মানি সুদহার এভাবে বাড়ার বেশকিছু কারণ উল্লেখ করেছেন খাত সংশ্লিষ্টরা।
তাঁরা বলছেন, অর্থনৈতিক গতিমন্থরতার কারণে ধার নেওয়া কঠিন হয়ে উঠছে, একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের আস্থায় চিড় ধরাচ্ছে। এতে সঞ্চয় কমছে। তার ওপর এখন আমানতে বেশি সুদ দিতে হচ্ছে। নীতি সুদহার বাড়ানোর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর তহবিল নেওয়ার সুদও বেড়েছে।
নীতি সুদহার বাড়ানোয় ব্যাংকগুলোর আমানত সম্প্রতি বাড়লেও- আমানতের বিপরীতে ব্যাংগুলোর ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। এজন্যও তারা উচ্চ সুদে ধার করতে বাধ্য হয়েছে।
ছবি: সংগৃহীত
তথ্য সুত্রঃ দ্যা বিজনেস স্টান্ডার্ড