এই প্রথম মানব মস্তিষ্কে চিপ বসিয়েছে ইলন মাস্কের কোম্পানি নিউরোলিংক! এক সোশ্যাল মিডিয়া পোস্টে মাস্ক জানান যে উক্ত ব্যক্তির নিউরনের সংকেত সমূহের স্পাইক শনাক্ত করা সক্ষম হয়েছে এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। মূলত রোবটের মাধ্যমে বিসিআই বা ব্রেইন কন্ট্রোল ইন্টারফেস মস্তিষ্কের এমন একটি জায়গায় বসানো হয়েছে যেটি মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করে৷
মূলত এই চিপের মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যা যেমন প্যারালাইসিস ঠিক করতে চায় প্রতিষ্ঠানটি৷ তবে আপাতত এই চিপের মাধ্যমে শুধু মাত্র মনের ইচ্ছা দ্বারাই কম্পিউটারের কার্সর বা কী-বোর্ড নিয়ন্ত্রণ করতে চায় প্রতিষ্ঠানটি।
তাদের প্রথম বাণিজ্যিক যন্ত্রের নাম হবে ট্যালিপ্যাথি!