গতকাল বুধবার সিএমএম আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত বৃহম্পতিবার শুনানির দিন ধার্য করেন।
ফাইল ছবি। ছবি: টিবিএস
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন ঢাকার আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিন বেলা সাড়ে ৩টার দিকে শুনানি শেষে আদালত এই আদেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত
এর আগে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। সর্বশেষ গত ১০ জানুয়ারি হাইকোর্ট মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন।
এরপর গতকাল বুধবার সিএমএম আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত বৃহম্পতিবার শুনানির দিন ধার্য করেন।
সূত্রঃ টিবিএস